ইন্ডিয়ান আইডলের মঞ্চে আচমকাই এক প্রতিযোগী নেহাকে চুমু ?


বুধবার,২৩/১০/২০১৯
1602

ইন্ডিয়ান আইডলের মঞ্চে আচমকাই এক প্রতিযোগী নেহাকে চুমু, প্রতিযোগীকে পুলিশে দিতে চেয়ে ছিলেন বিশাল। ফের অডিশন চলছে ইন্ডিয়ান আইডল ১১-এর। আর এবার ঘটল এক রোম্যান্টিক দৃশ্য। অডিশন চলাকালীন নেহা কক্কড়কে এক প্রতিযোগী আচমকা জড়িয়ে ধরে চুমু খেল। সেই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কিত নেহা। আর এই দৃশ্য সামনে আসে ইন্সটাগ্রামে শেয়ার হওয়া একটি ভিডিয়ো থেকে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে রাজস্থানী পোশাক পরা ওই প্রতিযোগীর হাতে বেশ কিছু উপহারও ছিল। স্টেজে এসে তিনি নেহাকে চিনতে পারার কথা বললে নেহাও তার কথা শুনে স্টেজে চলে যান। তারপরই নেহাকে জাপটে ধরে চুমু খান তিনি। এই ঘটনায় অন্য আরএক বিচারক বিশাল দাদলানি রেগে যান এবং তিনি নেহাকে বলেন তাকে পুলিশ হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু নেহা তা করেননি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট