Xiaomi গত সপ্তাহে ভারতে লঞ্চ করেছিল Redmi Note 8 আর Redmi Note 8 Pro। আর তার বাজার শেষ হতে না হতেই এই সিরিজের নয়া ফোন Redmi Note 8T বাজারে আনছে Xiaomi। আর এই নয়া ফোনের ছবি প্রকাশ করেছেন। তবে ডিজাইন ও স্পেসিফিকেশনেও দিক দিয়ে Redmi Note 8T আর Redmi Note 8 ফোনের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ন। কিন্তু ফোনের অভ্যান্তরীন ফিচারে রয়েছে পার্থক্য। যেমন ধুরুন Redmi Note 8 ফোনে Snapdragon 665 চিপসেট প্রসেসর রয়েছে আর Redmi Note 8T ফোনে Qualcomm Snapdragon 730G চিপসেট প্রসেসর রয়েছে। সেই সাথে সাথে Redmi Note 8T ফোনে থাকবে NFC সাপোর্ট।
আবার লঞ্চ হওয়া Redmi Note 8 আর Redmi Note 8 Pro স্মাটফোন কবে পাওয়া যাবে তা Xiaomi-র তরফ থেকে জানাগিয়েছে। 25 অক্টোবর ফ্ল্যাশ সেলে এই দুই ফোন পাওয়া যাবে। Redmi Note 8 ফোনে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর সুরক্ষা জন্য রয়েছে Goriilla Glass 5D। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 665 চিপসেট প্রসেসর। 4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ। আর Redmi Note 8 ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More