নিজস্ব প্রতিবেদনঃ শুক্রবার নিজেদের ঘরের মাঠে হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল এটিকে। বিরতির আগে ৩ গোলে এগিয়ে যায় এটিকে শিবির। ম্যাচ শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখা যায় এটিকের ফুটবলারদের। তখন শুক্রবার রাতে বিরতির আগেই যুবভারতীতে ছাব্বিশ হাজার সমর্থক উৎসবে মাতলেন।এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন গার্সিয়ারা। হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করল এটিকে। শেষ পর্যন্ত হায়দরাবাদ এফ সি’কে পাঁচ গোলে পর্যদুস্ত করে আইএসএলে দুরন্তভাবেই ঘুরে দাঁড়াল হাবাসের দল। ঘরের মাঠে বড় ব্যবধানে অনবদ্য জয় পেল এটিকে।
Auto Amazon Links: No products found.