বাঁদনা পরবে পিঠে খাওয়ান আবদার শুভেন্দু অধিকারীর


বুধবার,৩০/১০/২০১৯
829

ঝাড়গ্রাম:– মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঝাড়গ্রাম জেলা পরিষদের উদ্যোগে ও ঝাড়গ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় সহরায় বাঁদনা পরবে গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। গোটা জঙ্গলমহল জুড়ে চলছে বাঁদনা পরব, সেই বাঁদনা পরব উপলক্ষে আজ ঝাড়গ্রামের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের সেচ ও পরিবহন দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজে ধমশা বাজিয়ে গরু খুঁটান করেন। শুভেন্দু অধিকারী জানান, আমি বাঁদনা পরবে আগেও অংশগ্রহণ করেছি, টুসু পরবে করেছি, আমাকে যখন চা-বিস্কুট দেন তখন আমি বলি আমি চা-বিস্কুট খাবো না আমার তেলেভাজা পিঠে চাই।

আমি বাঁদনা সম্পর্কে জানি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা, ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামনী মাহাত, ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার অমিত ভরত রাঠোর সহ অনেক নেতানেত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে শুভেন্দু অধিকারী গোপীবল্লভপুরের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট