মায়াবী চন্দননগর


সোমবার,০৪/১১/২০১৯
1029

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ জগদ্ধাত্রী পুজোয় নয়া সাজে সেজে উঠেছে চন্দননগর চত্বর। প্রতিবারের মতো এবারেও অভিনব আলোকসজ্জা নজর কেড়েছে দর্শনার্থিদের। মায়াবী আলোয় সেজে উঠেছে চন্দনগর। ফলে উৎসাহী জনতা সাতসকালেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেন। যত সময় গড়িয়েছে, ততই জনজোয়ারের তীব্রতা বেড়েছে। চন্দননগরের আলোকসজ্জা অন্যতম আকর্ষন দর্শনার্থিদের কাছে।  রংবাহারী আলোয় মায়াবী হয়ে উঠেছে চন্দন নগর। সপ্তমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে  ভিড় জমাতে শুরু করেন উৎসাহী জনতা।

সন্ধ্যা নামতেই অভিনব আলোকসজ্জা দেখতে এদিন ভিড় জমান আট থেকে আশি সকলে। রাত যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। রংবাহারি আলোকসজ্জা আর থিমসজ্জায় গোটা চন্দননগর মায়ানগরী হয়ে উঠেছে। এদিন প্রতিমা দর্শন করতে বহু মানুষ ভিড় জমান মণ্ডপ মন্ডপে। রংবাহারি আলোকসজ্জা প্রতিবারের মত এবারেও চন্দননগরের  অন্যতম সেরা আকর্ষন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট