চন্দননগরের আলোকসজ্জা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ।


বুধবার,০৬/১১/২০১৯
924

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ  জগদ্ধাত্রী ঠাকুর দেখতে দর্শকরা ভিড় জমাচ্ছেন পুজোমণ্ডপে। কোথাও থিম আবার কোথাও সাবেকিয়ান ছোঁয়া । সাথে থিমের চমক মন জয় করেছে দর্শনার্থিদের । সন্ধ্যা নামতেই নানান ধরনের রঙবেরঙের আলোয় সেজে ঊঠেছে চন্দননগর চত্বর। নবমীর সন্ধ্যায় প্রতিটি মন্ডপে এদিন ভিড় ছিল চোখে পড়ার মত। সবমিলিয়ে নবমীনিশিতে জনজোয়ার চন্দনগরে।  চন্দনগরের আলোকসজ্জা প্রতিবারের মত এবারেও দর্শনার্থিদের কাছে অন্যতম আকর্ষনের বিষয়। এই অভিনব আলোকসজ্জা দেখতে বিভিন্ন জেলা থেকে বহু মানুষ ভিড় জমান চন্দননগরে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

 

 

নবমীর সন্ধ্যায় দর্শনার্থিদের ভিড়ে জমজমাট ছিল চন্দননগর চত্বর। সন্ধ্যা নামতেই দর্শনার্থিদের ঢল নামে মন্ডপে মন্ডপে। রাজপথের দু-পাশে রঙবেরঙের আলোয় মায়াবী সাজে সেজে উঠেছে চন্দননগর। রাত বেড়ে চলার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলে ভিড়। অভিনব আলোকসজ্জা সাথে থিমের চমক মন জয় করে নিয়েছে আট থেকে আশি সকলে। সন্ধ্যার স্নিগ্ধ আলো গায়ে মেখে আলোয় ভাসছে চন্দননগর চত্বর। নবমীর রাতে চন্দননগর কার্‍্যত জনসমুদ্রে পরিনত হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে অনেকেই বেড়িয়ে পরেন এদিন মন্ডপের উদ্দেশ্য। নানান ধরনের আলোকসজ্জা এই বারেও নজর কেড়েছে দর্শনার্থিদের।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট