রাজকোটে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী রহিত শর্মা।


বৃহস্পতিবার,০৭/১১/২০১৯
834

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং ও বোলিং সেভাবে সফল হয়নি। পুরনো ভুল-ত্রুটি শুধরে নিয়েই এবার দ্বিতীয় ম্যাচে নামার প্রস্তুতি শুরু করলেন রোহিতরা। ভারতের ব্যাটসম্যানদের সামনেও এই ম্যাচ চ্যালেঞ্জের। প্রথম ম্যাচে কোনও ব্যাটসম্যানই তেমনভাবে ভরসা দিতে পারেননি। ভারতের ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে বোলিংয়েও ভারত প্রথম ম্যাচে আশানুরূপ সাফল্য পায়নি।তবে সেই ধাক্কা সামলে রাজকোটে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী রোহিত শর্মা।

 

 

আজকে ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ। সিরিজে সমতা ফেরাতে আজকের ম্যাচ জিততেই হবে রোহিত ব্রিগেডকে। প্রথম ম্যাচে তরুন ক্রিকেটার দের মধ্যে  ঋষভরা মুন্সিয়ানার পরিচয় দিতে পারেনি , প্রথম ম্যাচে ক্রিকেটারদের ভুলত্রুটি  শুধরে আজ মাঠে নামছে রোহিত ব্রিগেড। পাশাপাশি প্রথম ম্যাচে জয়ের পর দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ দল। দিল্লি জয়ের পর এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। সেই সুযোগটা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট