গরুর দুধের সোনার উপস্থিতি নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য ভাইরাল নেট দুনিয়ায়। এই বক্তব্যকে হাতিয়ার করে নানাভাবে ট্রল করা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতিকে। কিন্তু তিনি তার বক্তব্য থেকে একচুলও সরতে নারাজ। জোর দিয়ে দাবি, তার বলার পিছনে রয়েছে বৈজ্ঞানিক তত্ত্ব! কি বললেন তিনি শুনুন
গরুর দুধের সোনার উপস্থিতি নিয়ে রয়েছে বৈজ্ঞানিক তত্ত্ব ! আবার ও বেফাঁস দিলীপ ঘোষ
বৃহস্পতিবার,০৭/১১/২০১৯
724