নিজস্ব প্রতিবেদনঃ ভয়ঙ্কর ঘুর্নিঝড়ে পরিনত হচ্ছে ধীরে ধীরে বুলবুল। আবহাওয়া দপ্তর সুত্রের খবর এ রাজ্যে সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড়টি যাওয়ার আশঙ্কা রয়েছে। উপকুলবর্তি এলাকাগুলিতে ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গিয়েছে, দীঘা, মন্দারমনিতে পর্জটক দের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এছাড়া মৎস্যজীবীদের সমুদ্রতট থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্জোগ মোকাবিলায় তৎপর প্রশাসন। আজ সকাল থেকেই কলকা সহ দুই ২৪ পরগনা জেলা গুলিতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকাল থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। ভয়ংকর ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই উপকূল এলাকায় জারি হয়েছে সতর্কতা।
ভয়ংকর ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই উপকূল এলাকায় জারি হয়েছে সতর্কতা।
শুক্রবার,০৮/১১/২০১৯
646
বাংলা এক্সপ্রেস---