সমুদ্রে সতর্কতা

নিজস্ব প্রতিবেদনঃ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘুর্নিঝড় বুলবুল। ১০ নভেম্বর খুব ভোরে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের কাছে উপকূল অঞ্চলে ভয়ঙ্কর গতিবেগ নিয়ে আছড়ে পড়বে ঘুর্নিঝড় বুলবুল। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া , হুগলি , নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

 

কলকাতায় কাল ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে সমুদ্র সংলগ্ন এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। সতর্কতা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই কাজে নেমে পড়েছে প্রশাসন। মাইকে করে সাবধান করা হচ্ছে নদী এবং সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের।   বুলবুলের মোকাবিলায় একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে কলকাতা-সহ একাধিক জেলা।  দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

 

উপকুলবর্তি এলাকাগুলিতে ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গিয়েছে, দীঘা, মন্দারমনিতে পর্জটক দের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এছাড়া মৎস্যজীবীদের সমুদ্রতট থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্জোগ মোকাবিলায় তৎপর প্রশাসন।

 

আজ সকাল থেকেই কলকা সহ দুই ২৪ পরগনা জেলা গুলিতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকাল থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। ভয়ংকর  ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই উপকূল এলাকায় জারি হয়েছে সতর্কতা।

Subha Biswas

Share
Published by
Subha Biswas

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

2 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

2 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

2 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

2 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

2 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: