বুলবুলের সতর্কতা জারি বকখালি ও সুন্দরবনে


শনিবার,০৯/১১/২০১৯
1046

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ ধেয়ে আসছে ঘুর্নিঝড় বুলবুল, ধীরে ধীরে শক্তিশালী ঘুর্নিঝড়ে পরিনত হচ্ছে বুলবুল । ঘুর্নিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যে সুন্দরবনের বিস্তীর্ন এলাকায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা, মন্দারমণি, বকখালি এবং সুন্দরবন অঞ্চলে প্রশাসনের তরফে ঘনঘন মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে মানুষকে।ঝড় থেকে বাসিন্দাদের নিরাপদে রাখতে সবরকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বুলবুলের।

 

৮০-৯০ কিমি বেগে এই ঝড় আছড়ে পড়তে পারে এই ঝড়। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রাস্তা ঘাট প্রায় জনশূন্য। কাকদ্বীপে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ের প্রভাব এর পুর্বেই এছাড়া দুর্জোগ মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন। ঝড় পরবর্তী পরিস্থিতি সামলাতে বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত রাখা হয়েছে।  ইতিমধ্যে কাকদ্বীপে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। এছাড়া প্রশাসনের তরফ থেকে খোলা হয়েছে কন্টোলরুম। ঘুর্নিঝড়ের প্রবল সতর্কতা সুন্দরবন জুড়ে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট