আজ রবিবার নাগপুরে মুখোমুখি হচ্ছে ভারত বনাম বাংলাদেশ।


রবিবার,১০/১১/২০১৯
486

বাংলা এক্সপ্রেস---

আজ রবিবার নাগপুরে মুখোমুখি হচ্ছে দুই দল। স্বাভাবিক ভাবে আজকের ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পাশাপাশি চলতি সিরিজে অন্যতম গুরুত্বপুর্ন ম্যাচ এটি। কারন দুই দল একটি করে ম্যাচ জিতে নিয়েছে ইতিমধ্যে। আজকের ম্যাচ কার্্যমত ফাইনআল দুই দলের কাছে। চলতি সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতের হিটম্যান রোহিত শর্মা।

 

আগের ম্যাচে তাঁর দুর্দান্ত ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। চাপের মুখে বারবার তাঁর ব্যাট ঝলসে ওঠে। চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৩ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন রহিত।তবে আজকের ম্যাচ নিয়ে তাঁর ওপর প্রত্যাশা রয়েছে অনেকখানি ক্রিকেট প্রেমীদের মধ্যে।

 

অন্যদিকে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, তার দলের ব্যাটসম্যানরা সুযোগ কাজে লাগাতে পারলে আজ সিরিজ জিতে ফেলা সম্ভব।নাগপুরের এই স্টেডিয়ামের উইকেট চিরায়তভাবে ব্যাটসম্যানদের সহায়তা করে। ফলে বড়ো রানের ম্যাচ দেখা যেতে পারে আজ।

 

আজ নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ট্রফি নির্ধারণের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ দল ইতিমধ্যে দুর্দান্ত ছন্দে রয়েছে। তারাও তাঁদের সেরাটা দিতে প্রস্তুত। এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে ৯টিতে জিতেছে ভারত।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট