রাজ্যের উপকুলবর্তি তিন জেলায় তান্ডব চালাল ঘুর্নিঝড় বুলবুল


রবিবার,১০/১১/২০১৯
814

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ কাল সন্ধ্যা থেকেই কার্যত তান্ডব চালাল ঘুর্নিঝড় বুলবুল। রাৎ সাড়ে আটটা নাগাদ সাগরদ্বীপে আছড়ে পরে ঘুর্নিঝড় বুলবুল। কয়েক ঘন্টা দাপটা চালায় এই ঝড় বকখালি, সুন্দরবন সংলগ্ন এলাকাগুলিতে। ফলত বুলবুলের দাপটে বিপর্জস্ত জনজীবন। পাশাপাশি বুলবুলের দাপটে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি উপকুলবর্তি এলাকাগুলি। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ লন্ডভন্ড হয় বুলবুলের তাণ্ডবে।

 

এই ঝড়ের পূর্বাভাস পুর্বে পাওয়ার ফলে এদিন সন্ধ্যা থেকেই কার্যত শুনশান হয়ে যায় রাস্তাঘাট। দোকান পাট বেশিরভাগ এলাকাতেই বন্ধ ছিল। পাশাপাশি উপকুলবর্তি এলাকাগুলি থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় সাধারন মানুষকে। বুলবুল মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। সুত্রের খবর বুলবুলের দাপটে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে গিয়েছে, মাটির ঘর ভেঙেছে পড়েছে ঠিকই, কিন্তু তেমন বিপর্যয় হয়নি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট