বুলবুলের দাপটে ক্ষতিগ্রস্ত কাকদ্বীপ, বকখালি, সহ সুন্দরবন সংলগ্ন এলাকাগুলি


রবিবার,১০/১১/২০১৯
824

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ চোখেমুখে আতঙ্ক, ঝড়ের দাপটে  এদিন সন্ধ্যাথেকেই কার্যত শুনশান হয়ে যায় উপকুলবর্তি জেলা গুলি। ঝড়ের দাপটে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকুলবর্তি জেলাগুলি। সুন্দরবন, নামখানা, কাকদ্বীপ, সহ সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্বাভাস মতই এদিন রাতে সাগরদ্বীপে প্রথম আছড়ে পরে ঘুর্নিঝড় বুলবুল। তবে এই ঝড়ের মোকাবিলায় পুর্বেথেকেই তৈরি ছিল বিপর্জয় মোকাবিলা দপ্তর। এছাড়া বুলবুলের তান্ডবে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধান চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানের বরোজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সব্জী চাষেও ক্ষতি হয়েছে এই ঝড়ের দাপটে। স্বাভাবিক ভাবে মাথায় হাতে কৃষকদের।

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট