হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, নদিয়ার চাকদহের রসুল্যাপুরের দেউলী অঞ্চলের রাসের সুবিশাল গেট


রবিবার,১০/১১/২০১৯
673

হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, নদিয়ার চাকদহের রসুল্যাপুরের দেউলী অঞ্চলের রাসের সুবিশাল গেট। তিন রাস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে ছিল এই গেটটি। গেট টি ভেঙে পড়েছে, একটি নতুন টুকটুকি এবং দুটি ভ্যান এর উপরে। ফলে নতুন টুকটুকি টির চরম ক্ষতি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে গেটটি ভেঙে পড়ায়, চাকদহ নিমতলা রোড এবং চাকদহ লক্ষীপুর রোড ঘন্টাখানেক অবরুদ্ধ হয়ে যায়। গেট সরাতে মুহূর্তের মধ্যে ছুটে আসে বাজারের ব্যবসায়ী থেকে পথচলতি সাধারণ মানুষ। প্রত্যেকে হাত লাগিয়ে ঘণ্টাখানেকের চেষ্টাই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি যানজটমুক্ত করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয় মানুষ এবং রাস কমিটির উদ্যোক্তারা জানান, বুলবুলের প্রভাবেই মাটির নরম হয়ে যাওয়ার ফলে, এবং ঝড়ো হাওয়ার গতিতে এটা হুড়মুড়িয়ে হঠাৎ করে ভেঙে পড়ে।কিন্তু হতাহতের কোনো খবর নেই।

https://youtu.be/B1jioit8WMA

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট