পরিবেশ সচেতনতার বার্তা দিলেন ছেলের অন্নপ্রাশনের মাধ্যমে


রবিবার,১০/১১/২০১৯
1064

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ  কবি বলেছেন “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি— নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার”। বর্তমান দৈনন্দিন জীবনে সবুজ গাছপালার প্রয়োজনীয়তা অনেকখানি তা আমরা সবাই জানি। এছাড়া বিভিন্ন সময়ে পরিবেশবিদদের তরফ থেকে সবুজের প্রয়োজনীয়তার বার্তা এসেছে বহুবার। কিন্ত এবার একেবারে অন্য আঙ্গিকে সবুজ সচেতনতার বার্তা দিল উত্তর ২৪ পরগনার সুদীপ্ত মন্ডলের পরিবার। রবিবার দুপুরে সুদীপ্ত মন্ডল তাঁর পুত্র শতরুপ মন্ডলের অন্নপ্রাশনের অনুষ্ঠানের আয়োজন করেছিল, আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে এদিন তিনি চারাগাছ তুলে দেন। স্বাভাবিক ভাবে এমন অভিনব প্রয়াস দেখে চমকে যায় সকলে। অন্নপ্রাশনের অনুষ্ঠানে সবুজ সচেতনতার এমন প্রয়াস সত্যিই অবাক করেছে পাড়া প্রতিবেশীদের। বর্তমান জীবনে যে ভাবে গাছ কেটে ফেলা হচ্ছে তাঁর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমান গাছের অভাবে কমে যাচ্ছে অক্সিজেনের পরিমান। কিন্ত আজকের অনুষ্ঠানে এক অন্য ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগনার শিখরপুর অঞ্চলে। ছেলের অন্নপ্রাশনে সবুজ চারাগাছ বিলি করেন এদিন সুদীপ্ত বাবু। সুদীপ্ত মন্ডলের এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিত অতিথি থেকে প্রতিবেশী সকলে। এভাবেই নিজের ছেলের অন্নপ্রাশনে সবুজ পৃথিবী গড়ার বার্তা দিলেন সুদীপ্ত মন্ডল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট