নিজস্ব প্রতিবেদনঃ বিদায় নিয়েছে বুলবুল, তবে তাঁর তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ২৪ পরগনার একাধিক এলাকা। কোথাও গাছ ভেঙ্গে পড়েছে আবার কোথাও কাঁচা বাড়ি ভেঙ্গে গিয়েছে এই ঝড়ের দাপটে। স্বাভাবিক ভাবে হতাশায় নিমজ্জিত কাকদ্বীপ, নামখানা, বকখালি, ফ্রেজারগঞ্জ সহ সুন্দরবনের বিস্তীর্ন অংশের সাধারন মানুষ। এই ঝড়ের পুর্বে বিপর্জয় মোকাবিলা বাহিনী প্রস্তুত ছিল বলে অনেক ক্ষয়ক্ষতি এরানো গিয়েছে বলে মনে করছেন অনেকে। কিন্তু বুলবুলের দাপটে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের চাষিদের মাথায় হাত পড়েছে। কারন ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিজমি। প্রবল ঝড় ও বৃষ্টির জেরে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ সহ বসিরহাটের অন্যান্য ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুত্রের খবর প্রবল ঝড় ও বর্ষার কারণে, একরের পর একর ধান জমি ও মাছ চাষের ভেড়ি ভেসে গিয়েছে।
বিদায় নিয়েছে বুলবুল
সোমবার,১১/১১/২০১৯
459

বাংলা এক্সপ্রেস---