রাস পূর্ণিমা উপলক্ষে গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীর ঘাট গুলিতে চলছে “পঞ্চক ব্রত “পালন


সোমবার,১১/১১/২০১৯
883

ঝাড়গ্রাম:- গোপীবল্লভপুর হল বৈষ্ণবীয় ভাবধারার একটি উল্লেখযোগ্য পীঠস্থান। এখানকার ঠাকুরবাড়ির গুপ্ত বিন্দাবন এর ভাবধারা এখনো মেনে চলে। এলাকার মানুষের মধ্যে উড়িষ্যার রীতিনীতি অনেক লক্ষ করা যায়। তাই বাংলায় কিছু জনপ্রিয় না হলেও গোপীবল্লভপুর এখনো তার স্বকীয়তা বজায় রেখেছে। যেমন কার্তিক মাসের একটি উল্লেখযোগ্য স্থানীয় উৎসবই বলা যেতে পারে তা হল পঞ্চক ব্রত।গোপীবল্লভপুর এর সুবর্ণরেখা তীরবর্তী গ্রামের মহিলারা মূলত রাস পূর্ণিমার আগের পাঁচ দিন অর্থাৎ একাদশী থেকে সকালে নদীতে স্নান করে নদীর ধারে এই বিশেষ ব্রত পালন করে।এই পঞ্চক ব্রত প্রায় এলাকার সমস্ত মহিলা পালন করেন। নদী তীরবর্তী ভট্টগোপালপুর,কুড়িচামঠ, জগন্নাথপুর এই সমস্ত গ্রাম গুলিতে গেলে সকালে দেখা যাবে মহিলারা প্রায় সবাই এই ব্রত করতে ব্যস্ত।

পাঁচদিন হয়। মহিলারা ভোরে সূর্যোদয়ের আগে স্নান করে অর্ঘ দিয়ে ব্রত পালন করে। তিনি এও জানান এই ব্রতকে বক পঞ্চমী ব্রত ও বলা হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট