শিশির বিন্দু-(প্রথম পর্ব)

শিশির বিন্দু
এসকেএইচ সৌরভ হালদার
(প্রথম পর্ব)

সেদিন ছিল সোমবার। সকালটা ছিল খুব সুন্দর ।শহরের সকাল বলে কথা ,সকলে বলে থাকে শহরের সকালটা নাকি খুবই সুন্দর ।

এর কারণ জানতে চাইলে বলবে বায়ুদূষণ কম ও জ্যাম। কিন্তু আমি সেটা ভিন্ন ভাবে দেখি আমার কাছে শহরের সকালটা হল সেই ভোহরের শিশির ভেজা এক বিন্দু আশা ।

আমি ভোগ করার জন্য সকালে ভোরে উঠে ছাদে চলে আসি।আমাদের বাড়ির ছাদে আছে দুই তিনেক অ্যালোভেরা গাছ আর একটি গোলাপ গাছে ও রজনীগন্ধা ।

প্রতিদিনের মত আজও সকালের সৌদায্য উপভোগ করছি। তবে কোন সাথী থাকলে সকালটা আরো সুন্দর হতো বলে মনে মনে ভাবছিলাম ‌।

সেটা কোনভাবেই আমি চুপ করে না থেকে চেয়ারে বসে এক কাপ কফি নিয়ে রজনীগন্ধার সাথে একাকী মনে কথা বলছি। রজনী কে বলছি “এই জীবনে পেলাম না কোন ভালোবাসার মানুষ” এর জন্য সকল বন্ধুরা উপহাস করে কিন্তু রজনী কেউ জানে না আমার ভালোবাসা লুকিয়ে আছে শুধু তোমার মাঝে।

এইভাবে আমি কথা বলছি হঠাৎ করে পাশের ছাদের থেকে কে যেন আওয়াজ করে বলল কি মহাশয়?
এ বাড়িতে পা দিতে না দিতেই প্রেমে পড়ে গেলে।

আমি তখন বললাম “না মানে এটা আমি!”
তখন ওই অচেনা মেয়ে টি বললো
“থাক বুঝতে পেরেছি আর লুকাতে হবে না”
আমি বিন্দু, এ বাড়িতে নতুন;
আমি তখন বললাম “ভাড়াটে”

বিন্দু তখন বলল “”হ্যাঁ বলতে পারো আর আমি মজা করছিলাম তোমার সাথে আমি ছাদে আসছিলাম সকালটা উপভোগ করার জন্য তোমার কথা শুনি কোথাও যেন আটকে গেলাম।

আমি দূর হতে দেখছিলাম তুমি রজনী বলে ফুলের সাথে কথা বলছিলে তাই মজা করে তোমাকে বললাম এজন্য আমি দুঃখিত।

আমি তখন বললাম কেন?
ওই যে তোমার রোমান্টিক সময় নষ্ট করে দিলাম।

তারপর আমি বললাম,
নানা এর কারণে দুঃখিত হওয়ার কোনো কারণ নেই,
বিন্দু বলল,
ওহো কথা বলতে বলতে তো তোমার নামটা শুনেতে ভুল গেলাম।

একটু অষ্ট হাসি দিয়ে বললাম আমার নাম জেনে আর কি হবে?

যদি এই সকালে শিশির পড়ে তার জন্যেও বিন্দুর প্রয়োজন, জানিনা সকালের বিন্দু কি বলবে?
তবে আমার নাম “শিশির”।

হূম খুব সুন্দর করে কথা বলো।
আপনিও খুবই সুন্দর করে কথা বলেন
বলেন! আপনি করে নয় তুমি করে বলো।

কাছে আসতে চাচ্ছো না আপনি করে দূরে সরে দিও না বন্ধু হতে পারি তো আমরা।

না না সেরকম কোনো ব্যাপার না অবশ্যই বন্ধু হতে পারি বিন্দু।

তাহলে হালকা হালকা আর ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু শিশির আমি এখন আসি আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে।
বাই পরে কথা হবে।

আমি নিরবতার সাথে ভেবে ফেললাম রজনী সাথে কথাই বলায় এই শিশির জন্য বিন্দুর প্রয়োজন আছে।

এসকেএইচ সৌরভ হালদার
বাংলাদেশ

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: