উপরের ছবিতে স্বামী জৈন- এর জন্মদিনের পার্টিতে স্ত্রী নুসরাত জাহান। রাতেই অসুস্থ হয়ে পড়েন নুসরত। তার অসুস্থতা ঘিরে শুরু হয়েছে জল্পনা। এমনও জল্পনা শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের এই দুষ্টু-মিষ্টি নায়িকা ২০টি ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। আবার অন্য একটি সূত্রের খবর ওষুধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়াতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
নুসরত সঠিক কি ভাবে এই রকম অসুস্থ হয়ে পড়লেন তা নিয়ে কৌতুহল তুঙ্গে। একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি বাংলার এই “গ্লামার কুইন”।
স্বামী জৈন- এর জন্মদিনের পার্টিতে স্ত্রী নুসরাত জাহান
সোমবার,১৮/১১/২০১৯
823

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: