শহরে “দিদিকে বলো”তে পাড়ায় পাড়ায় কাউন্সিলররা


বুধবার,২০/১১/২০১৯
809

কলকাতা: কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে 72 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। নির্দেশ দিয়েছিলেন 72 ঘণ্টার মধ্যে মাঠে নামতে হবে, দিদিকে বলো কর্মসূচিতে জনসংযোগে অংশ নিতে হবে। সেই নির্দেশ মত এদিন কালীঘাট অঞ্চলে খোদ মুখ্যমন্ত্রী বাড়ির সংলগ্ন এলাকায় দিদিকে বলো কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কলকাতা পুরসভার 83 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুশ্রী মজুমদার। কিন্তু এক বেলা জনসংযোগে বেরিয়েই অসুস্থ হয়ে পড়েন। ফলে বিকেলে আর বেরোতে পারেননি তিনি।

কাউন্সিলর অসুস্থ তা কি হয়েছে, জনসংযোগ থেমে থাকেনি। বিকেলে কাউন্সিলরের প্রতিনিধি হিসাবে জনসংযোগ শুরু করেন ওই ওয়ার্ডের মহিলা তৃণমূলের সভানেত্রী তথা কাউন্সিলরের বউমা মিল্কি মজুমদার। কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। শোনেন অভাব অভিযোগ। সাধারণ মানুষের তরফ থেকে বেশ কিছু সমস্যা উঠে আসে।এদিন মহিম হালদার স্ট্রীট, গুরুপদ হালদার রোড সহ বেশ কয়েকটি এলাকায় তিনি দিদিকে বলো কর্মসূচির কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দেন। এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দেওয়া হয়। এই ভাবে মানুষের দরবারে পৌঁছে খুশি তৃণমূলের এই নেত্রী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট