ঐতিহাসিক টেস্টের অপেক্ষায় মায়াবী ইডেন


বুধবার,২০/১১/২০১৯
704

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ আগামী ২২ নভেম্বর ভারত বনাম বাংলাদেশ টেস্ট নিয়ে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমিদের মধ্যে। শহর কলকাতা সেজে ঊঠেছে গোলাপি আলোকমালায়।  কলকাতার চারিপাশ উৎসবের আবহ শহর জুড়ে। এই প্রথম ভারতের মাটিতে হতে চলেছে দিন-রাতের টেস্ট তা নিয়ে উত্তেজনা তুঙ্গে ক্রিকেট প্রেমীদের মধ্যে। অনলাইনে ইতিমধ্যে বহু টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ গোলাপি টেস্টের প্রথম দিন দর্শকে ঠাসা থাকবে ক্রিকেটের নন্দন কানন তা বলার অপেক্ষা রাখে না।

 

ইডেন টেস্টকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সিএবি। সুত্রের খবর ম্যাচের শুরুতে হেলিকপ্টার থেকে ভারতীয় বিমানবাহিনীর এক সদস্য প্যারাসুট দিয়ে মাঠে নেমে আসবেন এবং টসের আগে তিনি ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বাংলাদেশের দলপতি মুমিনুল হকের হাতে গোলাপি বল তুলে দিবেন। আর সেই সময় আকাশে ছড়িয়ে যাবে গোলাপি রঙের আবির। পাশাপাশি এই টেস্টে আমন্ত্রন জানানো হয়েছে হেভিওয়েট ভিভিআইপি সহ একঝাক তারকাদের। ইডেন টেস্টের প্রস্তুতি প্রায় শেষ পর্জায়ে,  ঐতিহাসিক গোলাপি টেস্টের অপেক্ষায় শহর কলকাতার মায়াবী ইডেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট