গোলাপি টেস্টে নয়া চমক অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীদের জন্যে।


বৃহস্পতিবার,২১/১১/২০১৯
1047

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতা; টেস্ট ক্রিকেট জ্বরে কাঁপছে কলকাতা, শীত আসার আগেই ক্রিকেট জ্বরে কাঁপছে আট থেকে আশি সকলে। দেশের মাটিতে এই প্রথমবার গোলাপি বলে টেস্ট ম্যাচ শহর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে । বেশ কয়েকদিন ধরে তা নিয়ে উন্মাদনা তুঙ্গে, এরই মধ্যে এসে গেল আরও একটি সুখবর। সুত্রের খবর এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ দেখতে ক্রিকেটের নন্দন কাননে হাজির থাকতে চলেছেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। অর্থাৎ ম্যাচ শুরুর পূর্বেই নতুন চমক ক্রিকেট প্রেমীদের জন্যে। কিছুদিন আগে  ‘দাদাগিরি’-র মঞ্চে তাঁর নতুন  ছবিতে মর্দানি ২’ তে নিজের চরিত্রের  বিষয়ে নানান কথা জানিয়েছেন। পাশাপাশি সেদিন তিনি আরও জানিয়েছিলেন এবারই প্রথম  তিনি শহর কলকাতার  ইডেনে বসে ভারত বনাম বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলা দেখবেন। অভিনেত্রীর আশা, ‘নিশ্চয়ই কোনও ভালো স্মৃতি নিয়ে ফিরব।’ একই সঙ্গে তিনি ইডেনেও  ‘মর্দানি ২’-এর প্রচার করবেন বলে জানা গেছে বিশেষ সুত্রে ।  অর্থাৎ  ভারত-বাংলাদেশ দিন-রাতের ‘গোলাপি’ টেস্টের প্রথম দিন অর্থাৎ শুক্রবার  হাজির থাকতে চলেছেন রানি মুখোপাধ্যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট