ইডেনের বুকে আজ বিপ্লবের পদধ্বনি, ক্রিকেটের নন্দন কাননে বেল বাজিয়ে পিঙ্ক টেস্টের সূচনা করলেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়।


শুক্রবার,২২/১১/২০১৯
613

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ অবশেষে যাবতীয় প্রতীক্ষার অবসান হল আজ। কলকাতার বুকে আজ থেকে শুরু হল ঐতিহাসিক পিঙ্ক বলে দিন রাতের টেস্ট। ক্রিকেটের নন্দনকাননে বেল বাজিয়ে আজ পিঙ্ক টেস্টের সূচনা করলেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যালারী জুড়ে দর্শকদের ভিড়। ক্রিকেট জ্বরে আক্রান্ত শহরবাসী। পাশাপাশি ঐতিহাসিক পিঙ্ক টেস্টের আবহ পৌঁছে গিয়েছে বাংলাদেশে। এই টেস্ট ক্রিকেটকে উপভোগ করতে আজ মাঠে হাজির হয়েছেন বাংলাদেশের বহু সমর্থক। শুক্রবার সকাল থেকেই সব রাস্তা গিয়ে মিশে গিয়েছে ক্রিকেটের নন্দন কাননে, রীতিমত উৎসবের মেজাজে শহরবাসী।

 

আজ সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে ইডেন গার্ডেন চত্বরকে। শহরের বুকে আজ বিল্পবের পদধ্বনি। পিঙ্ক টেস্টকে উপভোগ করতে শহরে এসেছেন শচীন তেন্ডুলকার সহ বলিউডের বিখ্যাত অভিনেত্রী রানী মুখোপাধ্যায়। আজকের ঐতিহাসিক টেস্টে মাঠে হাজির হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের ক্রিকেট বোর্ডের  সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে উপস্থিত থেকে বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন। সুত্রের খবর প্রথম দিনের খেলার শেষে,সঙ্গীত পরিবেশন করবেন রুনা লায়লা ।  এই টেস্ট উপলক্ষে ইডেন সাক্ষী থাকল একঝাঁক তারকারও। ক্রিকেটারদের মধ্যে উপস্থিত থাকলেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ,। ইডেন জুড়ে আজ চাঁদের হাট।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট