মহারাজের হাত ধরে ইডেনে রচিত হল নয়া ইতিহাস


শনিবার,২৩/১১/২০১৯
603

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ টেস্ট ক্রিকেট নিয়ে শেষ কবে এমন উন্মাদনা দেখেছেন? অনেকেই মনে করতে পারবেন না। শুক্রবার ইডেনের গ্যালারী কানায় কানায় পরিপুর্ন। টেস্ট ক্রিকেটে এমন দর্শক সত্যি অনেকেই ভাবতেই পারছেন না। সন্ধ্যা নামতেই গোলাপি নগরীতে পরিনত হয়েছিল শহর কলকাতা। মহারাজের জমানাতেই এই প্রথম ক্রিকেটের নন্দন কাননে পিঙ্ক টেস্টের শুভ সূচনা হলে। সৌরভ গাঙ্গুলির পক্ষেই এমন সুন্দর একটা ম্যাচের আয়োজন করা একমাত্র সম্ভব এমনই মনে করছেন ক্রিকেট মহল।

 

এদিন শহরে এসেছিলেন ক্রিকেটজগতের একঝাক নক্ষত্র তাদের স্মৃতিচারনায় এদিন বারবার ভেসে এল একজনের নাম যিনি প্রিন্স অফ ক্যালকাটা নামে পরিচিত। ক্রিকেটের নন্দন কাননে শুক্রবার রচিত হল এক নয়া ইতিহাস। ক্রিকেটের ইতিহাসে ক্যালেন্ডারের পাতায় এই তারিখটি উল্লেখযোগ্য হয়ে থাকবে তা বলার অপেক্ষা করে না।

 

কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকরের বক্তব্যে সুরভিত সৌরভ। প্রশংসা বন্যায় ভেসে গিয়েছেন তিনি। ‘অতিথি দেব ভব’। এটাই ছিল সৌরভের মূল মন্ত্র। এদিন গ্যালারী থেকে দাদার নাম ভেসে এসেছে বহু বার। টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর তাই সংবর্ধনার মঞ্চ থেকে ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ জানালেন সৌরভ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট