Categories: রাজ্য

কড়া নিরাপত্তায় খড়্গপুরে চলছে ভোটগ্রহণ 

পশ্চিম মেদিনীপুর :- সোমবার কড়া নিরাপত্তায় খড়্গপুর বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। নজরদারির দায়িত্বে রয়েছে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।প্রশাসনের পক্ষ থেকে২৬টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০৫টি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের জন্য বুথগুলিতে হুইল চেয়ার থেকে শুরু করে নানা ব্যবস্থা করা হয়েছে।

মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ২৬৩জন। তারমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ১১ হাজার ১৯৭জন। মহিলা ভোটার আছে ১ লক্ষ ১৪ হাজার ৫৯জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন সাতজন। গোটা বিধানসভা এলাকায় সুষ্ঠভাবে ভোটপর্ব পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে ১৬টি সেক্টর করা হয়েছে।২৭০টি বুথের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোন কোন বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তা চিহ্নিত করে দেওয়া হয়েছে। ২০৫টি বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আর ৪২টি বুথে ওয়েবক্যামেরা রয়েছে। এছাড়া ১০১জন মাইক্রো অবজার্ভার রয়েছে। পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিসের ৩০০জন কর্মী রয়েছে।

খড়্গপুর পুরসভার ৩৫টি ওয়ার্ড নিয়ে বিধানসভা গঠিত। এই এলাকায় ২৭০টি বুথ রয়েছে। এর মধ্যে একই চত্বরে ৪টি করে বুথ রয়েছে। ১৮টি জায়গায় একই চত্বরে ৩টি করে বুথ রয়েছে। ২টি করে বুথ রয়েছে ৩৫টি জায়গায়। আর ১টি করে বুথ রয়েছে ৪২টি জায়গায়। পাঁচ বা তার অধিক সংখ্যক বুথ রয়েছে ৭টি জায়গায়। এরকম গোটা বিধানসভা এলাকাজুড়ে ১১৯টি জায়গায় মোট ২৭০টি বুথ রয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন এই বিধানসভা কংগ্রেসের দখলে ছিল। গত বিধানসভা নির্বাচনে প্রায় ৬০০০ ভোটে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জয়ী হয়েছিলেন। চলতি বছরে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় বিজেপি প্রায় ৪৮হাজার ভোটের লিড পেয়েছিল। তৃণমূল কখনও এই বিধানসভায় জয়ী হয়নি।

admin

Share
Published by
admin

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

8 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

12 hours ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

13 hours ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

13 hours ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

13 hours ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

15 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: