খড়্গপুর উপনির্বাচনে জোট সফল না হলেও জোটের পক্ষেই সায় বাম এবং কংগ্রেস নেতৃত্ব


বৃহস্পতিবার,২৮/১১/২০১৯
990

পশ্চিম মেদিনীপুর :- এক কালের কংগ্রেসের গড় হিসাবে পরিচিত রেলশহর খড়্গপুরে গত ২০১৬ সালের নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী। এবার উপনির্বাচনে কিন্তু একেবারে তৃতীয় স্থানে নেমে গেলেন এই জোট প্রার্থী এবং সেটাও বেশ বড় ব্যবধানে। যা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে জোট করেও কি বাম এবং কংগ্রেসের রক্তহ্মরন বন্ধ করা গেল? খড়্গপুরের কংগ্রেস নেতাদের একাংশের বক্তব্য, তাদের অধিকাংশ ভোট তাদের প্রার্থী পেলেও বামেদের ভোট সেভাবে পড়েনি। তবে তাদের এও বক্তব্য, কংগ্রেসের ভোটও সেভাবে সব পায়নি প্রার্থী। যা ভাগাভাগি হয়ে চলে গেছে তৃণমূলও বিজেপির দিকে।

উল্লেখ্য, উপ-নির্বাচনে জোট হওয়ার পরেই রাজ্যের অধিকাংশ বাম ও কংগ্রেস নেতারা আশাবাদী ছিলেন তারা ভালো ফল করবেন এবং আগামীদিনে পুর নির্বাচনেও তারা জোট করবেন। তবে এদিনের ফলাফলের পর সেই পুর নির্বাচনে জোট করেও কতটা লাভ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ভোটের যা হার, তাতে জোট না করলে যে তাদের ভোট ব্যাঙ্ক তলানীতে চলে যাবে, সেটাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন তারা। রাজনৈতিক মহলের মতে নিজেদের অস্তিত্ব বাঁচাতে আগামী দিনে জোট না করলে সমস্যা দু পহ্মের। তাই উপনির্বাচনে জোট সফল না হলেও জোটের পক্ষেই সায় দেবেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব, এমনই মনে করছে রাজনৈতিক মহল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট