টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন অজি তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ, শনিবার অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে দ্রুততম সাত হাজার রানে পৌঁছলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথ। এছাড়া তাঁর পাশাপাশি টেস্ট ক্রিকেটে নয়া নজির গড়লেন এই তারকা ক্রিকেটার ,টেস্টে মোট রানের সংখ্যায় কিংবদন্তি ব্রাডম্যানকে পেরিয়ে গেলেন তিনি। ৭৩ বছরের পুরানো রেকর্ড ভেঙ্গে নয়া মাইলফলক স্পর্শ করলেন স্টিভ স্মিথ। ইংল্যান্ডের ক্রিকেটার ওয়ালি হ্যামন্ড ১৩১ ইনিংসে টেস্টে ৭০০০ রানে পৌঁছেছিলেন। স্মিথ সেই মাইলফলকে পৌঁছতে নিলেন ১২৬ ইনিংস। টেস্ট ক্রিকেটে বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন এই তারকা ক্রিকেটার। শনিবার অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সাত হাজার রান করার সাথে সাথে টেস্ট ক্রিকেটে নয়া মাইলফলক স্পর্শ করলেন তিনি।
Auto Amazon Links: No products found.