স্কুল স্তরে যুব সংসদ প্রতিযোগিতায় ডিভিশন লেভেলে প্রথম হল ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যাগুরুকুল গালর্স হাইস্কুল


রবিবার,০১/১২/২০১৯
588

ঝাড়গ্রাম :- স্কুল স্তরে যুব সংসদ প্রতিযোগিতায় ডিভিশন লেভেলে প্রথম হল ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যাগুরুকুল গালর্স হাইস্কুল। রাজ্যের সংসদীয় দপ্তর উদ্যোগে এবছর মেদিনীপুর ডিভিশনের প্রতিযোগিতা হয় পুরুলিয়া শহরে। মেদিনীপুর ডিভিশনের মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম,বাঁকুড়া ও পুরুলিয়া জেলার স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করেন|

পুরুলিয়া জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর অনুষ্ঠানের আয়োজন করে পুরুলিয়ার বাবু জগজীবন রাম ছাত্রাবাসে। যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যাগুরুকুল গালর্স হাইস্কুল। যুব সংসদের টিমে ছিল ১৫ জন ছাত্রী। এছাড়াও স্পিকারের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে স্কুলের নবম শ্রেণির ছাত্রী শিরিন পাল। ডিভিশনে লেভেল প্রথম হয়ে এবার রাজ্যস্তরের প্রতিযোগিতায় যাবে ঝাড়গ্রামের শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যাগুরুকুল গালর্স হাইস্কুল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট