মাসুল বৃদ্ধির সম্ভাবনা ভোডাফোন ,আই ডিয়া,জিও । পাশাপাশি জিও ভোডাফোন, ,আই ডিয়া প্রিপেড পরিষেবা ও ইন্টারনেটের মাসুল বৃদ্ধি পেতে চলেছে । এই মাসুল বৃদ্ধির হার প্রায় ৪২শতাংশ। শুক্রবার থেকে নতুন হার কার্্যকর হবে। ট্যারিফ প্ল্যানে দাম বাড়াতে চলেছে দেশের টেলিকম সংস্থাগুলি ৷ আইডিয়া, ভোডাফোন ও এয়ারটেল এই বিষয়ে আগে থেকেই ঘোষণা করে দিয়েছে ৷উপভোক্তাদের কলিং পরিষেবার পাশাপাশি ইন্টারনেট পরিষেবারও দাম বাড়তে চলেছে।
৩ সংস্থার প্রিপেড পরিষেবায় বাড়ছে মাশুল
সোমবার,০২/১২/২০১৯
1710
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---