কবে জাঁকিয়ে পড়বে শীত?


সোমবার,০২/১২/২০১৯
1210

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস এলেও শীতের দেখা নেই। এখনও পর্যন্ত সেভাবে শীত উপভোগ করতে পারেনি শহরবাসী। সকাল থেকেই দুপুর আসার সাথে সাথে গরম গরম ভাব। নভেম্বর মাস পেরিয়ে গেলেও শীত এর পরশ সেভাবে এখনও পায়নি কলকাতাবাসী। আবহাওয়া দপ্তর সুত্রের খবর চলতি সপ্তাহে ২-৩ ডিগ্রী পারদ নামতে পারে শহর কলকাতায়। দক্ষিণবঙ্গে কিন্তু শীতের আগমনে পথের ‌কাঁটা হয়ে দাঁড়িয়েছে মেঘ আর সামুদ্রিক জোলো হাওয়া। তার জেরে দিনভর থাকছে ‘‌‌গরম’‌ ভাব।  ডিসেম্বরের প্রথম সপ্তাহে পারদ নামার সম্ভাবনা রয়েছে।

শীতে পাহাড়ের ছবিটা একেবারে অন্যরকম, সেখানে শীত দারুন উপভোগ করছে সাধারন মানুষ। ইতিমধ্যে দার্জিলিং এ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। ভ্রমন পিপাসুদের জন্য তা অন্যতম খুশির খবর। দার্জিলিং অন্যতম প্রিয় জায়গা ভ্রমণ প্রিয় মানুষদের কাছে । রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.‌০ ডিগ্রি সেলসিয়াস,শহরের শীতের আগমনের অপেক্ষায় শহরবাসী। কবে জাঁকিয়ে পড়বে শীত ? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে সাধারন মানুষের মনে। শীতের জন্য অধির আগ্রহে অপেক্ষায় রাজ্যবাসী।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট