বিশ্বকবির গান বিকৃত করে গাওয়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সমগ্র শান্তিনিকেতন সহ শিল্পী মহলেও।


মঙ্গলবার,০৩/১২/২০১৯
855

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের গান বিকৃত করে গাওয়ার ঘটনা ঘটল শান্তিনিকেতনের নন্দন মেলা চত্বরে। এই ঘটনার পর নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। স্বাভাবিক ভাবে বিশ্বকবির রচিত গান বিকৃত হওয়ার ঘটনায় সরব হয়েছেন অনেকেই। বাংলা তথা বাঙালির জীবনের সাথে তাঁর রচিত গান ওতপ্রোত ভাবে জড়িয়ে। আর তাঁর গান নিয়ে এবার বিকৃত করার অভিযোগ উঠল নন্দন মেলা চত্বরে। সুত্রের খবর কয়েকজন পড়ুয়াকে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘চাঁদ উঠেছিল গগনে’ গানটিকে বিকৃত করে গাইতে। আর তারপর সোশ্যাল সাইটে তা রীতিমত মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পর নিন্দায় সরব হয়েছেন শিল্পী মহলের একাংশ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট