পেঁয়াজ কিনতে চোখে জল মধ্যেবিত্তের


বুধবার,০৪/১২/২০১৯
633

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ বাজারে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। পেঁয়াজ কিনতে চোখে জল গৃহস্তের। সধারনত বাড়িতে রান্নার ক্ষেত্রে পেঁয়াজ অন্যতম একটি জরুরী উপাদান।আর সেই পেঁয়াজের দর এখন আকাশ ছোঁয়া। পেঁয়াজ কিনতে নাভিশ্বাস মধ্যেবিত্তের।  ব্যবসায়ীমহল এর তরফ থেকে জানিয়েছে অতীতে কখনও পেঁয়াজের দাম এতটা বাড়েনি। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ— সব জায়গাতেই পাইকারি বাজারে ৮০-৮৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সেখানকার খুচরো বাজারে পেঁয়াজ কেজিতে একশো পার করে যাচ্ছে। একলাফে হটাত করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সাধারন মানুষের কপালে।  শহর জুড়ে পেঁয়াজের দাদাগিরি অব্যাহত। কোনওভাবেই লাগাম দেওয়া যাচ্ছে না পেঁয়াজের দামে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট