মিশরে পাড়ি দিলেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী।


বুধবার,০৪/১২/২০১৯
849

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ মিশরের উদ্দেশ্যে পাড়ি দিলেন এই জুটি। ছুটি কাটাতে তাঁরা এবার হাজির হয়েছেন ফ্যারাওদের দেশে। মিশরের অপরুপ মাধুর্‍্য মুগ্ধ করে পর্যটক দের। ফ্যারাওদের দেশে একটি ছবিতে দেখা গেল বাংলা চলচ্চিত্র জগতের দুই চেনা মুখ ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তীকে। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত শেয়ার করে ঋদ্ধিমা লিখেছেন,‘তোমার দিকে তাকিয়ে আমি জীবনের বাকি দিনগুলিকেও পরিষ্কার ভাবে দেখতে পাই।কায়রোর বিখ্যাত গিজার পিরামিডের সামনে ছবি তুলতে দেখা গেল টলিউডের এই জনপ্রিয় জুটিকে।  শুধু পিরামিড নয়, মিশরের আনাচে কানাচে চুটিয়ে ঘুরে বেড়িয়েছেন তারা  সাহারা মরুভূমি, ইত্যাদি জায়গায়।  রংমিলান্তি’ সিনেমা দিয়ে সম্পর্কের শুরু হয়েছিল এই টলি কাপল-এর

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট