আজ থেকেই বেড়ে গেল মেট্রোর ভাড়া


বৃহস্পতিবার,০৫/১২/২০১৯
624

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ শহর কলকাতার বহু যাত্রী নিয়মিত মেট্রো মাধ্যমে চলাফেরা করে। অফিস টাইম বা অন্য সময় মেট্রো মাধ্যমে যাতায়াত করেন বহু মানুষ। তবে আজ থেকে বেড়ে গেল মেট্রোর ভাড়া। বেশ কিছুদিন আগে জানানো হয়েছে কলকাতার মেট্রো ভাড়া বৃদ্ধি পেতে চলেছে। আজ থেকেই কার্‍্যকর হচ্ছে নতুন ভাড়া। আগে প্রথম পাঁচ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল পাঁচ টাকা। এবার প্রথম দু’কিলোমিটারেই এই টাকা দিতে হবে।৫থেকে ১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া হল ১৫টাকা।

সপ্তাহখানেক হল মেট্রোর ভাড়া বৃদ্ধির ঘোষণা হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন ভাড়া চালু হওয়ার কথা। সূত্রের খবর ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত মেট্রোয় যাতায়াত করার ক্ষেত্রে এখন ভাড়া হচ্ছে ২০ টাকা।তবে যাত্রীদের ভাড়া নিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায় তাই আজ থেকে বর্ধিত ভাড়ার চার্টও টাঙিয়ে দেওয়া হচ্ছে নোয়াপাড়া, দমদম থেকে কবি সুভাষ অবধি প্রত্যেকটি মেট্রো স্টেশনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট