এক সময়ে আগুনে বোলিং য়ে ইডেন মাতিয়েছিলেন বব উইলিস। বল হাতে ক্রিকেট মাঠে তাঁর সফলতার নজির রয়েছে অনেকখানি। ভয়ঙ্কর পেস বোলার হিসাবে বিশ্ব ক্রিকেটে তিনি পরিচিত। কিংবদন্তি এই পেসারের প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট মহলে। টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাক্তিগত সংগ্রহ ৩২৫ টি উইকেট। নিজের দেশের হয়ে তিনি ৯০ টি টেস্ট ম্যাচ ও ৬৪ টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। ৬৪টি ওয়ান ডে ম্যাচে তাঁর ব্যাক্তিগত উইকেট সংখ্যা ৮০। এই কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।বব উইলিসের মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।
বব উইলিসের প্রয়াণে শোকের ছায়া ক্রিকেটমহলে।
বৃহস্পতিবার,০৫/১২/২০১৯
463

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: