প্রতিশ্রুতি মতো কৃষকদের আর্থিক সাহায্য দিতে শুরু করল রাজ্য সরকার।


শুক্রবার,০৬/১২/২০১৯
860

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ বুলবুলের দাপটে ক্ষতিগ্রস্থ হয়েছিল দক্ষিন ২৪ পরগনা  জেলার কাকদ্বীপ, নামখানা, ঝড়খালি, হিঙ্গলগঞ্জ সহ সাগর অন্তর্বর্তী এলাকাগুলি।পাশাপাশি ঝড়ের দাপটে বহু কাঁচাবাড়ি ভেঙ্গে গিয়েছিল, এছাড়া চাষের ক্ষেত্রে ক্ষতির সমুখীন হতে হয়েছিল কৃষকদের। ধান চাষ ও ফুল চাষের উপর এই ঝড়ের প্রভাব পড়েছিল অনেকখানি। বুলবুলের দাপটে জনজীবন বিপর্জস্ত হয়েছিল সাধারন মানুষের।

 

এবার প্রতিশ্রুতি মতো কৃষকদের আর্থিক সাহায্য দিতে শুরু করল রাজ্য সরকার। কৃষি দফতর সূত্রে খবর, বুলবুল বিধ্বস্ত ৬টি জেলার কৃষকদের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হবে। কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, আইনগত দিক ঠিক রেখে কোনও কৃষক যাতে সুবিধা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।নতুন এই সিদ্ধান্তে রাজ্যের কয়েক লক্ষ চাষি উপকৃত হবেন বলে মনে করছেন অনেকে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট