Categories: রাজ্য

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে খড়্গপুরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে

পশ্চিম মেদিনীপুর:- ভোটারদের ধন্যবাদ জানাতে সোমবার খড়্গপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই সেজে উঠেছে রেল নগরী খড়্গপুর। মিশ্র ভাষাভাষীর বাস এই খড়্গপুর মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। মোড়ে মোড়ে তোরণ, মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া প্ল্যাকার্ড, হোর্ডিং। ৬ নম্বর জাতীয় সড়ককে ডানদিকে রেখে চৌরঙ্গির কাছে বাঁ–দিকে ঢুকলেই পড়ে খড়্গপুর। ইন্দা, কমলা কেবিন, গোলবাজার, বাসস্ট্যান্ড, মালঞ্চ, গিরিময়দান পেরিয়ে রাবণ পোড়া ময়দান। পুরো মাঠ জুড়েই ছাউনি। সভাস্থলের কাছেই তৈরি হয়েছে হেলিপ্যাড। সোমবার আকশপথে এখানেই নামবেন মুখ্যমন্ত্রী। মঞ্চের চারপাশে রয়েছে কন্যাশ্রী থেকে সবুজসাথী, সমব্যাথী, খাদ্যসাথী প্রকল্পের হোর্ডিং।

টানা ৫ দশক খড়্গপুর বিধানসভা আসনটি দখলে রেখেছিল কংগ্রেস। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয় বিজেপি। যদিও এর আগেই খড়্গপুর পুরসভার পুরবোর্ড দখল করেছিল তৃণমূল। বিজেপি বিধানসভা জয়ের পর লোকসভা ভোটেও তৃণমূল প্রার্থীর থেকে ৪৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়। এর ৬ মাস পর উপনির্বাচনে সেই আসনেই ২০ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে হারিয়ে দেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। তিনি খড়্গপুরের পুরপ্রধানের পাশাপাশি এখন বিধায়ক। এই লড়াই ছিল মর্যাদার লড়াই। এই আসনে জয় আসায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এখানকার ভোটারদের ধন্যবাদ জানাতে আসবেন তিনি।

প্রশাসন সূত্রে খবর, শুধু ভোটারদের ধন্যবাদ জানানোই নয়, পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়নে ৩৬টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে ২৯টি নতুন প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি। তাঁর হাত ধরে পশ্চিম মেদিনীপুর জেলার জন্য ৩২৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যে ২৯টি প্রকল্পের শিলান্যাস করবেন, তার জন্য খরচ ধরা হয়েছে ২৩৫ কোটি টাকার। সভা থেকে উপভোক্তাদের পাট্টা, সাইকেল, আবাস যোজনা–সহ নানা প্রকল্পের সুযোগ–সুবিধা বিলি করবেন তিনি। পাশাপাশি পুরসভার উন্নয়নের একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। তাঁর পাশাপাশি সভায় থাকছেন খড়্গপুর বিধানসভা জেতানোর কারিগর রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীও৷ মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

3 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

3 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

3 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

3 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

3 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: