শিল্পপতিদের ডেস্টিনেশন এখন বাংলা।


বুধবার,১১/১২/২০১৯
601

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

দীঘা ঃ বিশ্ববানিজ্য সন্মেলন উপলক্ষে নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছিল আজ দীঘা চত্বর। আজ দিঘায় বিশ্ব বানিজ্য সন্মেলনে উপস্থিত ছিলেন দেশ বিদেশের শিল্পপতিরা। আজ সৈকত নগরীতে নব নির্মিত কনভেনশান সেন্টারে বসেছিল বিশ্ব বানিজ্য সন্মেলনের আসর।আজকের বানিজ্য সন্মেলনে উপস্থিত ছিলেন দেশ বিদেশের প্রায় দেড় হাজার শিল্পপতি। আজকের বানিজ্য সন্মেলনে মুখ্যমন্ত্রী বলেন বাংলায় কোন বৈষম্য নেই, এখানে কেউ আপনাদের সাথে বিভেদমুলক আচরন করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এরাজ্যের আত্মা হল বৈচিত্রের মধ্যে ঐক্য। বিনিয়োগ করুন। শিল্পপতিদের কাছে বাংলার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের আন্তরিক বার্তা এটাই। এছাড়া আজকের সন্মেলনে  বাংলাদেশ, ভুটান, ব্রিটেন, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, রাশিয়া, ইতালি ও চিন ইত্যাদি নানা দেশ থেকে এসেছেন প্রতিনিধিরা। আজকের বিশ্ব বানিজ্য সন্মেলনে রাজ্যের উন্নয়নের তথ্য তাঁদের সন্মুখে তুলে ধরেন তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট