বেশ কয়েকদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে অসম সহ ত্রিপুরার বিস্তির্ন অঞ্চলে। এছারা বেশ কিছু জায়গায় অনিদিষ্ট কালের জন্য কার্ফু জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত সফর বাতিল করার সম্ভাবনা রয়েছে প্রবল জাপানের প্রধানমন্ত্রীর। সূত্রের খবর জাপানি সংবাদসংস্থা জিজি প্রেস জানিয়েছে, এ দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিক্ষোভ-আন্দোলন চলার মধ্যে ভারত সফরে আসার কথা বিবেচনা করে দেখছেন শিনজো অ্যাবে।গুয়াহাটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা ছিল জাপানের প্রধানমন্ত্রী অ্যাবে শিনজোর। কিন্তু সেই সফর অনিশ্চিত বলে জানিয়েছে জাপানি সংবাদ সংস্থা জিজি প্রেস।তবে এই বিষয়ে এখনও ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে কিছু স্পষ্ট ভাবে জানানো হয়নি।
ভারত সফর বাতিল করার সম্ভাবনা রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর
শুক্রবার,১৩/১২/২০১৯
2012
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---