উলুবেড়িয়া স্টেশনে অবরোধের জেরে হাওড়া-খড়গপুর শাখার ট্রেন চলাচল ব্যাহত।


শুক্রবার,১৩/১২/২০১৯
1423

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ আজ সকাল থেকেই নাগরিকত্ব আইনের প্রতিবাদের উত্তাল হয়ে উঠল হাওড়া ও উলুবেড়িয়ার বিস্তির্ন অঞ্চল। হাজার হাজার সাধারন মানুষ আজ পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিভিন্ন স্টেশন চত্বরে। উলুবেড়িয়া স্টেশনে অবরোধের জেরে হাওড়া-খড়গপুর শাখার ট্রেন চলাচল ব্যাহত। অবরোধে বিভিন্ন স্টেশনে আটকে পরে ট্রেন। আটকে আপ করমণ্ডল এক্সপ্রেস, মুম্বই মেল, কাণ্ডারি এক্সপ্রেস,তাম্রলিপ্ত এক্সপ্রেস। কোথাও রেল বা সড়ক অবরোধ, কোথাও প্রতিবাদ মিছিল, কোথাও সভা-জমায়েত হয়েছে। বিক্ষোভের আঁচে উত্তপ্ত উলুবেড়িয়া স্টেশন চত্বরও।

 

অভিযোগ, বিক্ষোভকারীরা ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে। তাতে ট্রেনের চালক গুরুতর জখম হন।এছাড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারন মানুষ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিল নিয়ে রাজপথে নেমেছিলেন। সূত্রের খবর উলুবেড়িয়া, খড়দহ, ও ডায়মন্ড হারবারের বেশ কিছু অংশে আন্দোলনের জেরে ব্যাহত হয়েছে যান চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দুরপাল্লার ট্রেন।

 

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল উলুবেড়িয়া। এছাড়া বিক্ষোভের আঁচ ছরিয়ে পড়েছে হাওড়ার বিস্তির্ন অঞ্চলে। ইতিমধ্যে অগ্নিগর্ভের চেহারা নিয়েছে হাওড়ার উলুবেড়িয়া অঞ্চল। আজ নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ।সীমান্তবর্তী মুর্শিদাবাদের মতো জেলায় নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে পথে নেমেছেন সম্প্রদায় নির্বিশেষে অসংখ্য মানুষ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট