নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের আঁচ এসে পৌঁছল এরাজ্যেও।


শুক্রবার,১৩/১২/২০১৯
763

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে পথে নেমেছেন অসংখ্য মানুষ ।আজ সকাল থেকেই বিক্ষোভমুখী জনতা বিভিন্ন স্টেশন সংলগ্ন এলাকা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের জেরে ব্যাহত হয় যান চলাচল। চুড়ান্ত হয়রানির শিকার হয় ট্রেন যাত্রীরা। এছাড়া শহর কলকাতার হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক লোকাল ট্রেন। এদিন বিক্ষোভকারী জনতা রেলপথ অবরোধ করে, ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।  প্রথম বিক্ষোভ শুরু হয় ৬নম্বর জাতীয় সড়কে ,টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রতিবাদী জনতা।রেল অবরোধের জেরে দক্ষিন পুর্ব রেলের হাওড়া-খড়গপুর শাঁখার ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পরে।সূত্রের খবর বাগনান স্টেশনে দাঁড়িয়ে রয়েছে জশবন্তপুর হাওড়া দুরন্ত এক্সপ্রেস। স্টেশনে থমকে রয়েছে বহু দুরপাল্লার ট্রেন। উলুবেড়িয়া, খড়দহ, ডায়মন্ড হারবার এবং মুর্শিদাবাদে স্থানীয়দের আন্দোলনে ব্যাহত যানচলাচল। রেললাইনে অবরোধের জেরে বেশ কয়েকটি স্টেশনে বন্ধ ট্রেন চলাচলও।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট