প্রথম একদিনের ম্যাচে জয়লাভ করল ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটে জয়লাভ করল ক্যারিবিয়ানরা। এদিন ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।এদিন প্রথমে ব্যাট করে ২৮৭ রান করে। ভারতের হয়ে রোহিত শর্মা ৩৬, কে এল রাহুল ৬, শ্রেয়াস আইয়ার ৭০, ঋশভ পন্থ ৭১, কেদার যাদব ৪০, জাদেজা ২১ রান করেন। আজ শ্রেয়াস আইয়ার এর ইনিংসে সাজানো ছিল ৫টি ৪ ও একটি ছয়। অনেক দিন পর আজকে আবার তরুন উইকেট রক্ষক ঋশভ পন্থকে ছন্দে দেখা গেল। এদিন তাঁর ব্যাট থেকে এল মূল্যবান ৭১ রান। বিরাট কোহলি ও কেএল রাহুল শুরুতেই আউট হয়ে গেলেও ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের অর্ধশতরানের সুবাদে ভারত নির্বাধিত পঞ্চাশ ওভারে ৮ উইকেটে ২৮৮ তুলতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ারের দাপটেই ২৮৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়লাভ করল
রবিবার,১৫/১২/২০১৯
654
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---