রবিবার প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী


সোমবার,১৬/১২/২০১৯
616

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

রাজ্যেঃ সূত্রের খবর রবিবার রাতে কালীঘাটের বাড়িতে রাজ্যের শীর্ষ প্রশাসনিক এবং পুলিশকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতার পুলিস কমিশনার, রাজ্য পুলিসের ডিজি সহ পদস্থ কর্তারা। এই বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকারের তরফে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনও ধরনের অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না।সূত্রের খবর, গোটা রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশকে সতর্ক এবং সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন।

 

এছাড়াও, হাঙ্গামা হলেই কড়া হাতে মোকাবিলা করার জন্যে নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি, সাম্প্রদায়িক প্ররোচনা এবং গুজব রুখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দ্ব্যর্থহীন ভাষায় রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী স্বয়ং রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন, এই আইন বাংলায় লাগু হবে না।উত্তপ্ত পরিস্থিতিতে ফের সাধারণ মানুষকে সতর্ক হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার আরজিও জানান তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট