বিশাখাপত্তনমঃ আজ দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত –ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে পরাজয়ের পর আজকের ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামল কোহলি ব্রিগেড। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ান অধিনায়ক। টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে ভারতীয় দলকে। ভারতীয় দলে ঘটেছে একটিই পরিবর্তন। শিবম দুবের জায়গায় দলে এসেছেন পেসার শার্দুল ঠাকুর। ভারতের হয়ে আজ দুর্দান্ত শুরু করেন রোহিল ও কে এল রাহুল। আজ রোহিতের ব্যাট থেকে এল ১৫৯ রান। অন্যদিকে কে এল রাহুলের ব্যাট থেকে এল ১০২ রান। প্রথম উইকেটের জুটিতে রোহিত-রাহুল যোগ করেছিলেন ২২৭ রান। ওপেনিং জুটির জোড়া সেঞ্চুরির দৌলতে ভারতীয় দল ৩৮৭ রানের লক্ষ্যমাত্রা রাখল ওয়েস্ট ইন্ডিজের সামনে।
Auto Amazon Links: No products found.