শহর সহ জেলা জুড়ে শৈত্যপ্রবাহের সতর্কতা


বৃহস্পতিবার,১৯/১২/২০১৯
1196

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতা; উত্তরের হাওয়ার দাপটে জাঁকিয়ে শীত। পৌষের শুরুতে জাঁকিয়ে শীত। পশ্চিমী ঝঞ্জা সরে গিয়েছে উত্তরে হাওয়ার পথে আজ বাঁধা নেই।।গত ৪৮ ঘন্টায় পারদ নেমেছে ৭ডিগ্রী। কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশে। সন্ধ্যা নামতেই উত্তরে হাওয়ার দাপট বেড়েছে বেশ অনেকটাই।হাওয়া অফিসের তরফ থেকে দুই ২৪ পরগনা সহ জেলা জুড়ে  শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এক ধাক্কায় আজ পারদ নেমেছে বেশ অনেকটাই।

 

দক্ষিনবঙ্গের১১ জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। পৌষের শুরুতেই এক ধাক্কায় পারদ পতন হয়েছে অনেকটাই। শীতের দাপট চলবে আরও কয়েক দিন। আলিপুর আবহাওয়া দফতরের তরফে শৈত্যপ্রবাহের সতর্কতা কথা বলা হয়েছে।

 

বৃহস্পতিবার অর্থাৎ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৯। যা গতকালের থেকে একধাক্কায় ৩ ডিগ্রি নেমে দাঁড়িয়েছে। বিগত দুই দিনে কলকাতার তাপমাত্রার পারদ পতন ঘটেছে ৬ ডিগ্রি। আজ সন্ধ্যা থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভয়ানক ঠান্ডা পড়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ ডিগ্রির কাছাকাছি  চলে যেতে পারে।

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট