ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়ে অফিসার ছুটিতে ?


শুক্রবার,২০/১২/২০১৯
1589

দীর্ঘ ৬ দিন পচিমবঙ্গের উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলা তে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে ! এর পিছনে কারণ হিসাবে “ভারত বর্ষে নাগরিক আইন” এর বিরুদ্ধে গর্জে উঠা আন্দোলনকে প্রতিহত করতে সরকারি নির্দেশকে দায়ী করেছেন ইন্টারনেট সংযোগকারী কোম্পানিগুলি। এ ক্ষেত্রে ব্যাতিক্রম “এয়ারটেল ” মোবাইল ইন্টারনেট পরিষেবা। বেশ দারুন ব্যাপার হলো “এয়ারটেল “এর মোবাইল পরিষেবা এক দিনের জন্য ও বন্ধ হয় নি। যা নিয়ে “এয়ারটেল ” ইন্টারনেট ব্যাবহারকারীদের মধ্যে বেশ আনন্দের সংবাদ বয়ে নিয়ে এসেছে বলাই যায়।

পচিমবঙ্গ এখন বেশ শান্ত। কোনো দিকে কোনো হানা – হানির সংবাদ নেই। তার পর ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে বাংলা এক্সপ্রেস এর কারণ খুঁজতে গিয়ে এক বিশ্বস্ত সূত্রে জানতে পারে , যে সরকারি অধিকারীর ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন, তিনি নাকি ছুটিতে আছেন ? তাই পুনরায় ইন্টারনেট পরিষেবা চালু করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে নব্বানের সাথে যোগাযোগ করা গেলেও কোনো সদুত্তর পাওয়া যাই নি ! দীর্ঘ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট