নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল লখনঊতে


শুক্রবার,২০/১২/২০১৯
529

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

লখনঊঃ এন আর সি বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠল লখনঊ। বৃহস্পতিবার জনতা রাজপথে নেমে প্রতিবাদ জানায় । সূত্রের খবর পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বেশ কিছু অঞ্চলে। অশান্তির আঁচ পেয়ে বুধবার রাত থেকেই সারা উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। চার জনের বেশি লোকের জমায়েতের উপর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা।সূত্রের খবর বিক্ষোভকারীরা কয়েকটি মোটরবাইক ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সাম্ভাল এলাকায় জ্বালিয়ে দেওয়া হয় সরকারি বাস।

 

সি এ এ বিরোধী আন্দোলনের জেরে লখনঊয়ের রাজপথে নেমে প্রতিবাদ জানান প্রতিবাদীরা। ধীরে ধীরে পরিস্থিতি ভয়ানক হয়ে ওঠে। অগ্নিগর্ভের চেহারা নেয় লখনঊ এর রাজপথ। পরিস্থিতি সামাল দিতে পৌছায় বিশাল পুলিশবাহিনী। উত্তাল হল রাজধানী দিল্লি-সহ অন্তত দশটি রাজ্যের তেরোটি শহর।লখনউয়ের মাদেগঞ্জে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বাধে। একটি পুলিশ ফাঁড়ির বাইরে একাধিক গাড়িতে আগুন লাগানো হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট