সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শুক্রবারও অগ্নিগর্ভ হল রাজধানী


শনিবার,২১/১২/২০১৯
550

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

দিল্লিঃ শুক্রবার আবার নতুন করে উত্তেজনা ছড়াল রাজধানী দিল্লিতে। পরিস্থিতি ক্রমশ ভয়ানক আকার ধারন করে ধীরে ধীরে। রাস্তায় নেমে সাধারন মানুষ প্রতিবাদ দেখাতে শুরু করে নয়া নাগরিক আইনের বিরুদ্ধে। কানপুর, ফিরোজাবাদ, গোরক্ষপুর, দেওবন্দ, মুজফফরনগর, বুলন্দশহর, মিরাট, হাপুর, শামলি সহ একাধিক জায়গায় উত্তেজনা চরমে ওঠে। একের পর এক গাড়িতে আগুন ধরানোর পাশাপাশি পুলিসকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি হিংসাত্মক আকার নেয় ।

 

এছাড়া নতুন করে উত্তেজনা ছড়ায় শুক্রবার কানপুরের বাবুপুর্বা, গোরক্ষপুরের খুনিপুর, ঘণ্টাঘর, শাহমারুফ, নাখাস, ইসমাইলপুরে এলাকাগুলিতে । বিক্ষোভকারী সহ উত্তেজিত জনতাকে সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস ও জলকামান ব্যাবহার করে পুলিশ। বিক্ষোভকারীরা এদিন পুলিশকে লক্ষ্যে করে পাথর ছুড়তে থাকে। ফলে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী।

 

সূত্রের খবর গতকাল উত্তরপ্রদেশে ৬ জন আহত হয়েছেন বিক্ষোবকারীদের মধ্যে। এখনও থমথমে উত্তরপ্রদেশ, রয়েছে পুলিশের কড়া নজরদাড়ি। আজও উত্তর প্রদেশে সব স্কুল কলেজ বন্ধ রয়েছে। CAA এর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট