বিক্ষোভকারীদের শান্ত করতে অভিনব পথ নিলেন এক পুলিশ-কর্তা।


শনিবার,২১/১২/২০১৯
413

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বেঙ্গালুরু: দেশ জুড়ে যখন নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত। সেই মুহুর্তে দাঁড়িয়ে এক অন্য ছবি ধরা পড়ল বেঙ্গালুরুতে। একটি ভিডিওতে দেখা যায় এক পুলিশকর্তা ধরপাকড়ের পথে না হেঁটে তিনি মাইক্রোফোন হাতে গেয়ে চলেছেন জাতীয় সংগীত। দিচ্ছেন শান্তি বজায় রাখার বার্তা। পুলিশের এহেন পদক্ষেপে খুশি বিক্ষোভকারীরা। দেশের নানা প্রান্তে দাঁড়িয়ে যখন নানান জায়গায় বিক্ষোভ ও প্রতিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে সেইখানে দাঁড়িয়ে এক অন্য ছবি ধরা পড়ল বেঙ্গালুরুর টাউন হলের সামনে। এদিন বেঙ্গালুরু ডিসিপি চেতন সিং রাঠোর, জাতীয় সঙ্গীত গেয়ে , শান্তির বার্তা দিলেন আমজনতাকে । সর্বভারতীয় এক সংবাদ সংস্থার ক্যামেরায় চেতন সিং রাঠোরের এই ভূমিকা মন কেড়েছে নেটিজেনদের।এ দিন উর্দিধারীদের প্রশংসা করেছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহও। গতকাল বিক্ষোভকারীদের শান্ত করতে অভিনব পথ নিলেন এই পুলিশ-কর্তা। চেতন সিং রাঠোরের এই ভূমিকার প্রশংসা করেছেন বিশিষ্ট জনেরা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট